সম্পাদক
স্পোর্টস ডেস্কঃ
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। কিন্তু চোটের কারণে এ ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার জুনিয়র।
বায়ার্নের মাঠে অনুষ্ঠেয় এই ম্যাচে ৩১ বছর বয়সী নেইমারের ছিটকে যাওয়াকে বেশ বড় ক্ষতি হিসেবেই দেখছেন পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের।
শনিবার নঁতের বিপক্ষে ম্যাচের আগে তিনি দাবি করেন, পিএসজি তার (নেইমার) অভাব অনুভব করবে।
পিএসজি কোচ জানান, সে (নেইমার) থাকবে না। বায়ার্নের বিপক্ষের ম্যাচটি খেলতে পারবে না। তার অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা। আমাদের আক্রমণভাগ বেশ মজবুত এবং গভীর।
গালতিয়ের মতে, এতে অবশ্য খুব বেশি ক্ষতি হচ্ছে না। মিডফিল্ডার দিয়ে আমরা দলটা গুছিয়ে নেব। দুইজনের বদলে আমরা তিনজন মিডফিল্ডার ও দুইজন ফরোয়ার্ড নিয়ে যাব। যেমনটি মার্সেইয়ের বিপক্ষে করেছিলাম আমরা ও সফল হয়েছিলাম। আগামী ম্যাচটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এদিকে ইনজুরি থেকে ফিরতে যাচ্ছেন আশরাফ হাকিমি। এরই মধ্যে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। তবে শনিবার নঁতের বিপক্ষে তার মাঠে নামা হচ্ছে না।
এ প্রসঙ্গে কোচ জানান, দলের সঙ্গে কিছুক্ষণ অনুশীলনে ছিল সে (হাকিমি)। কিন্তু এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেনি।
এর আগে, ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে ৪-৩ গোল ব্যবধানে জয় পায় পিএসজি। রোমাঞ্চে ভরা এই ম্যাচেই অ্যাঙ্কেলে চোট ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চোটের কারণে মার্সেইয়ের বিপক্ষে খেলতে পারেননি ব্রাজিলিয়ান এই পোস্টারবয়। তবে ওই ম্যাচে তাকে ছাড়াই ৩-০ ব্যবধানে জয় পায় মেসিরা।

