সম্পাদক

মঞ্জুরুল আলম, জেলা প্রতিনিধি নরসিংদী:

মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের উদ্যোগে মানবতার হোটেল ৪ র্থ ইভেন্ট ২ হাজার মানুষের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়েছে।
আজ (৫ মার্চ) রবিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পাথরপাড়া বাজার এলাকায় তরুণ উদ্যমে মানব কর্মী নিজ হাতে এলাকায় অসহায় ছিন্নমূল অনাহারে মানুষের হাতে খাবার তুলে দেন।

মানবতার হোটেল ইভেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনাহারিদের মাঝে খাবার বিতরণ করেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের উপদেষ্টা মোঃ মোতালিব হোসেন।
মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমানের সভাপতিত্বে এই মানবিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ ইমদাদুল হক।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মোঃ রোমান মিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা অর্থ সম্পাদক, মোঃ শামিম মোল্লা কার্যকরী সদস্য, পরিবেশ আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি শেখ আবুল হোসেন হানিফ, মোঃ রেজাউল করিম রাফি মোঃ রিজভী আহমেদ বিজয়, এনামুল ইসলাম ভূঁইয়া, কাজী ইসমাইল হোসোইনী, খাইরুল ইসলাম , মোঃ শাহাদাত হোসেন সৈকত সহ মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের শতাধিক স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান বলেন মানবতার হোটেলের এই কার্যক্রম শুধু নরসিংদী তে সীমাবদ্ধ রাখতে চাই না ।এটাকে সারা দেশ ছড়িয়ে দিতে চাই নরসিংদী জেলার বিভিন্ন এলাকা শেষে করে আমরা দেশের অন্যান্য জেলায় এই কার্যক্রম চালাবো, সেই জন্য সকলের একান্ত সহযোগিতা দরকার সকলের একান্ত সহযোগিতা পেলে আমরা বাংলাদেশের প্রতিটি এলাকায় মানুষের মুখে এক বেলা খাবার তুলে দিতে পারব ইনশাল্লাহ ।