
বিনোদন ডেস্কঃ
দিন কয়েক আগেই সিদ্ধার্থের সঙ্গে সংসার জীবন শুরু করেছেন কিয়ারা আদভানি। তবে বিয়ের পরে কাজে ফিরেই ফাঁপরে পড়েছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।
একটি পানীয় সংস্থার নতুন বিজ্ঞাপনে দেখা গেছে কিয়ারাকে। আর সেই বিজ্ঞাপন নিয়েই শুরু হয়েছে যত অশান্তি। জানা গেছে, আগে ওই পানীয় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাকে সরিয়েই নাকি সেই জায়গায় দখল করেছেন কিয়ারা। আর এতেই অভিনেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে।
দীর্ঘদিন ধরেই ওই পানীয়ের সংস্থার যুক্ত ছিলেন ক্যাটরিনা। গত কয়েক বছরে ওই সংস্থার হয়ে একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। তবে চলতি বছরে ওই সংস্থার বিজ্ঞাপনের নতুন মুখ হিসেবে কাজ করেন কিয়ারা।
এ দিকে বিজ্ঞাপনটি মুক্তি পাওয়ার পর থেকে, সেখানে একেবারেই কিয়ারাকে মানায়নি বলে মন্তব্য করেন অধিকাংশ নেটিজেনরা। সেই সঙ্গে কিয়ারাকে বাদ দিয়ে ক্যাটরিনাকে আবার ফিরিয়ে আনতে দাবিও জানান তারা। যদিও নেতিবাচক সমালোচনার কোনো জবাব দেননি কিয়ারা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.