
স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বৃহত্তর ছাত্র সংগঠন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এ সময় সদ্য বিদায়ী কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারজান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কোছাপের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, কোছাপের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)।
আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, কোছাপের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুছাব্বির, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, এম সাইফুর রহমান কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইমরান আহমদ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, কোছাপের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসাইন, সদ্য সাবেক সভাপতি রূপক চন্দ্র দাস, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সোহেল রানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ, বিভিন্ন মেডিকেলে কর্মরত ডাক্তার বৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি, এইচএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.