
স্টাফ রিপোর্টোরঃ
জীবন দিব তারপর ও ফসলি জমির মাটি দিব না। ব্যানারে লিখা এমন প্রতিবাদী শ্লোগানে মানববন্ধন করে ক্ষোভ প্রকাশ করেন কৃষকেরা।
নোয়াখালীর চাটখিলে লকচুয়া বালিয়াধর ইটপুকুরিয়া, খালের ইটপুকুরিয়া হতে লোহারপুল প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকাতে পানি উন্নয়ন বোর্ডের নামে মাটি কেটে নেওয়ার টেন্ডার দেওয়ার প্রতিবাদে এবং তা বাতিলে দাবিতে বিক্ষোভ করেছে সেই এলাকার কৃষকরা। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাটোয়ারী বাড়ির দরজা এলাকায় শতাধিক কৃষক এই বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভ কারীরা জানান, গত ১ বছরেরও আগে এই খালটি পুনঃ খনন করে জেলা পানি উন্নয়ন বোর্ড। এবং এর খননকৃত মাটি কৃষকদের জমিনের উপর রাখে। কৃষকরা সেই মাটি সমান করে সেখানে ফসল ও বিভিন্ন গাছ লাগিয়ে দেয়। কিন্তু হঠাৎ করে গত ২ দিন আগে পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে এলাকায় মাইকিং করে জানানো হয় এই মাটি টেন্ডার দেওয়া হয়েছে এবং মাটি ঠিকাধাররা তুলে নিবেন। আর এতে কেউ বাধা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এটা শোনার পর তাদের মাথায় আকাশ ভেংগে পড়ে। বিক্ষুব্ধ হয়ে তারা এর প্রতিবাদ করে। ইউএনওর কাছে লিখিত প্রতিবাদ জানায়।
বিক্ষোভ মিছিলে কৃষকরা জান দেবো কিন্তু আমাদের মাটি নিতে দেবোনা সহ নানারকম শ্লোগান দিতে দেখা যায়।
এদিকে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এই টেন্ডার বাতিলের জন্য চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা কে নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.