ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
ঐতিহ্যবাহী শতবর্ষী বীরমোহন উচ্চ বিদ্যালয়ের ১০৪ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা ৷
বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি: কালকিনি উপজেলার চেয়াম্যান জনাব মীর গোলাম ফারুক ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব সাইদ আহমেদ
অনুষ্ঠান উদ্বোধন করেন: জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম-বার, পিপিএম, পুলিশ সুপার, মাদারীপুর এর পক্ষে, অতরিক্ত পুলিশ
সুপার (সদর সার্কেল,মাদারীপুর) জনাব মোঃ আলাউল
হাসান ৷ এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইদ আহমেদ তার বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথির কাছে ৬ একরের বেশী জমি নিয়ে ১০৪ বছরের ঐতিহ্যবাহী এই বীরমোহন উচ্চ বিদ্যালয়কে জাতীয়করন ও কলেজ রুপান্তিত করার অনুরোধ জানান ৷
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা তার বক্তব্যে বলেন বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেন ৷ সরকার শিক্ষাকে গুরত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়ে উন্নয়নের মাধ্যমে আধুনিক দৃষ্টিনন্দন প্রতিষ্ঠানের রূপ দিচ্ছে ৷ তিনি বলেন এবারের এসএসসি-২০২৩ইং পরিক্ষার্থীরা যেনো বীরমোহন উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ন হয়ে বীরমোহনে’ই লেখাপড়া করতে পারে বীরমোহন স্কুলকে কলেজে রুপান্তিত করে সেই ব্যাবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করবো ৷ এসময় তিনি আগামী এক মাসের মধ্যে বিদ্যালয়কে কলেজে রুপান্তিত করার জন্য পরিদর্শন দল পাঠাবেন এবং সব কিছু ঠিক থাকলে বীরমোহন উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তিত করার আশ্বাস দেন ৷
পরিশেষে বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা ভূমি অফিসার জনাব মোঃ কায়ছুর আহম্মেদ,
ডাসার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসানুজ্জামান, কালকিনি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাহাবুবর রহমান, বীরমোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব সমীর চন্দ্র সরকার, কালকিনি উপজেলা একাডেমীক সুপার ভাইজার জনাব স্বপ্না আক্তার, সাবেক ছাত্র ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য জনাব মোঃ ইদ্রিস হাওলাদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন ৷ এবং বিদ্যালয়কে কলেজে রুপান্তিত করার আশ্বাসে সকলের মধ্যেই আনন্দ বিরাজমান ৷

