
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি)একটি আভিযানিক দল সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজী সাকিনস্থ ঢাকা-টু-চট্টগ্রাম গামী মহাসড়কের পূর্ব পার্শ্বের জনৈক নাসির এর পতিত জমি হতে ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। অপর একজন ঘটনাস্থল হতে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর নাম- আব্দুল হান্নান (২৫), পিতা- মৃত খোরশেদ আলম, মাতা-হাজেরা বেগম, গ্রাম-লালনগর (পুকুরের উত্তর পাড়), থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লা বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া আসামীর নাম- মোঃ মনির (৩৫), পিতা- ফরিদ, গ্রাম- উলুইন (পশ্চিম পাড়া), থানা-সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা বলে জানায় এবং উল্লেখিত মাদকদ্রব্য মোঃ মনির (৩২) এর সহায়তায় সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য উক্ত স্থানে গাড়ীতে উঠানোর জন্য অবস্থান করছিল। এই সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ বোরহান উদ্দিন ভূইয়া বাদী হয়ে সদর দক্ষিণ থানায় গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে সদর দক্ষিণ থানার মামলা নং-০৯, তারিখ-০৫/০৩/২০২৩ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(গ) রুজু করা হয়। পুলিশ পরিদর্শক (নিঃ) শরীফ ইবনে আলম মামলাটি তদন্ত কার্যক্রম শুরু করেন। পলাতক আসামীসহ অন্যান্য মাদক কারবারী, গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে পুলিশ সুপার, কুমিল্লা নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.