
নিউজ ডেস্কঃ
ইংলিশ ফুটবলের দুই সেরা ক্লাবের ম্যাচে রেকর্ড ব্যবধানে জিতলো লিভারপুল। বহু রেকর্ড তৈরি হলো এই ম্যাচে।১৯৩১ সালের পর থেকে কখনো সাত গোলে হারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। সে বছর দ্বিতীয় ডিভিশনের ম্যাচে সাত গোল খেয়েছিল তারা।
অন্যদিকে লিভারপুল তাদের সবচেয়ে বড় জয় পেল। সালাহ দুইটি গোল দিয়েছেন। এই নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তার গোলের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১২৯। তিনি এই লিগের অন্যতম প্রধান গোলদাতার তালিকায় চলে গেলেন।
ম্যাচের পর সালাহ টুইট করলেন, ''ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে অবিশ্বাস্য ম্যাচ হলো। এখন আমি বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে এই জয় উদযাপন করব।''
কোডি গাকপো ও ডারউইন নুনিয়েজও দুইটি করে গোল দিয়েছেন। দ্বিতীয় পর্বে আক্রমণের ঝড় তুলে ছয়টি গোল দিয়েছে লিভারপুল।
১৯৯৯ সালের পর এই প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগে তিনজন ফুটবলার দুইটি করে গোল দিলেন।
সপ্তাহখানেক আগে ম্যান ইউ লিগ কাপ জিতেছিল।কিন্তু রোববারের এই হারের পর তাদের প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সাবেক ফুটবলার ও স্কাই স্পোর্টসের বিশেষজ্ঞ ধারাভাষ্যকার গ্যারি নেভিল বলেছেন, ''ম্যান ইউয়ের পক্ষে এই হার অমর্যাদাকর।''
ম্যান ইউ এখন ৪৯ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে। প্রিমিয়ার লিগ খেতাব জেতার সম্ভাবনা তাদের আর নেই।ম্যান ইউ ম্য়ানেজার এরিক টেন হ্যাগ বলেছেন, ''দলের ফুটবলাররা অপেশাদারের মতো খেলেছে। তারা যা খেলেছে, তা কিছুতেই মেনে নেয়া যায় না।'' তিনি জানিয়েছেন, ''আমি কিছুতেই এই ফল মেনে নিতে পারছি না। আমার রাগ হচ্ছে। ''
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.