
বিনোদন ডেস্কঃ
বলিউডের তারকা অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী। শুধু তাই নয়, স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও করেন তিনি। স্ত্রী একের পর এক অভিযোগ করলেও নিশ্চুপ ছিলেন অভিনেতা। অবশেষে নিরবতা ভাঙলেন তিনি।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নওয়াজুদ্দিন জানান, এটা কারও বিরুদ্ধে অভিযোগ নয় বরং নিজের দিক তুলে ধরা। কয়েক মাস ধরে আমাকে ‘বাজে মানুষ’ হিসেবে উপস্থাপন করা হলেও সন্তানদের কথা ভেবে চুপ ছিলাম।
অভিনেতা স্পষ্ট জানান, কয়েক বছর ধরেই আমি আর আলিয়া একসঙ্গে থাকছি না। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। তবে সন্তানদের কথা ভেবে নিজেদের মধ্যে বোঝাপড়া আছে।
স্ত্রীর বিরুদ্ধে তার অভিযোগ, আলিয়ার কেবল টাকার চাহিদা। সে আগেও এ ধরনের কাজ করেছে। নিজের চাহিদাগুলো মেটাতে না পারায়, আমার বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ এনেছে। সে আমার সম্মান, ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.