
বিনোদন ডেস্কঃ
শুরু হয়েছে ‘ঠোকর’ সিনেমার দৃশ্যধারণ। মাজহার বাবুর পরিচালনায় ইতোমধ্যে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। চলতি মাসেই সিংহভাগ দৃশ্যধারণ সম্পন্ন হবে।
‘ঠোকর’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন হালের জনপ্রিয় নায়িকা অধরা খান। তার বিপরীতে নায়ক হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন মডেল-উপস্থাপক ও ছোট পর্দার অভিনেতা ইভান সাইর।
এ প্রসঙ্গে পরিচালক মাজহার বাবু বলেন, ‘ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। গতানুগতিকতার বাইরে একটি চলচ্চিত্র হতে যাচ্ছে। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব।’
নির্মাতার ভাষ্য, গল্পের প্রয়োজনেই ছোট ছোট লটে ভাগ করে সিনেমাটির শুটিং করা হচ্ছে। প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন মনিরা মিঠু, সাইফ চন্দন, আসমা ঝিলিক ও অধরা খান।
মনিরা মিঠু জানান, ‘সময় উপযোগী গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। আমরা চরিত্রটা বেশ উপভোগ করেছি। আশা করি, সিনেমাটি সবার ভালো লাগবে।’
অন্যদিকে সাইফ চন্দন বলেন, ‘ভালো একটি কাজ হচ্ছে ঠোকর। একেবারেই বর্তমান সময়ের গল্প। দর্শক টানার মতো অনেক কিছুই আছে। আমার চরিত্রটাও ভিন্ন।’
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.