
নিউজ ডেস্কঃ
আরব লাইট ক্রুড তেলের দাম দ্বিতীয় মাসের মতো বৃদ্ধির ঘোষণা দিয়েছে সৌদি আরব। ‘আরব লাইট ক্রুড’ দেশটির নিজস্ব ব্র্যান্ড। বিশ্বে অপরিশোধিত তেলের শীর্ষ রপ্তানিকারক দেশ সৌদি।
রোববার রাতে এ দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকারি মালিকানাধীন কোম্পানি সৌদি আরামকো।
বিবৃতিতে বলা হয়েছে, এশিয়ার জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে। আগামী এপ্রিল মাসে প্রতি ব্যারেল তেল ২ দশমিক ৫০ ডলার বেশিতে বিক্রি হবে। বৃদ্ধির এ হার ৫০ সেন্ট হলেও দুবাই বা ওমানের তেলের দামের চেয়ে বেশি।
এশিয়ার মধ্যে থাকা চীনের চাহিদা বাড়ার ওপর এ দাম বাড়তে পারে বলে আগেই ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা। করোনার ধকল কাটিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল দেশটি। চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশের আশপাশে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রোববার চীনের পার্লামেন্টে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি কয়েক দশকের মধ্যে গত বছর তার সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধি দেখেছে।
খবর- রয়টার্স
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.