
নিউজ ডেস্কঃ
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যার দায় ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স।
সোমবার (৬ মার্চ) স্থানীয় সময় সকালে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে সিব্বি শহরে হামলার ওই ঘটনা ঘটে। এতে আরও ১৩ পুলিশ সদস্য আহত হন। খবর রয়টার্সের
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন এক আত্মঘাতী বোমারু মোটরসাইকেলে করে এসে পুলিশ ভ্যানে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়।
এদিকে, হামলার এ ঘটনার পর সাইট ইন্টেলিজেন্সের পরিচালক রিটা কাটজ এক টুইট বার্তায় জানিয়েছেন, বেলুচিস্তানের সিব্বিতে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস (আইএস)।
পাকিস্তানে প্রায়শই বোমা হামলার ঘটনা ঘটলেও এসব ঘটনার দায় নেয় তেহরিকে তালেবান পাকিস্তান তথা টিটিপি। তবে এবারই আইএসের দায় স্বীকারের ঘটনা ঘটল।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.