
বিনোদন ডেস্কঃ
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। তার এই সাফল্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
সোশ্যাল মিডিয়ায় টাইগারদের টেস্ট অধিনায়ককে শুভেচ্ছায় ভাসাচ্ছেন নেটিজেনরা। সেই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।
সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় নিজের সোশ্যাল হেন্ডেলে সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি লিখেছেন, ‘অভিনন্দন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি, যিনি ওয়ানডেতে ৩০০ উইকেট পেয়েছেন। তুমি সবসময় আমাদের গর্বিত করেছো। জয় বাংলা।’
প্রসঙ্গত, বাঁ-হাতি স্পিনার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। তার আগে, শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া ৪৪৫ ম্যাচ খেলে পান ৩২৩ উইকেট। অন্যদিকে ২৯৫ ম্যাচ খেলে ৩০৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.