ওমর ফারুক

বিশেষ প্রতিবেদক :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বীরবাসিন্দা ইউনিয়নে, আটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুতলা ভবনের উদ্বোধন, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বিকম। উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান মন্ডল, আমিনুল ইসলাম উপজেলা প্রকৌশলী এলজিইডি টাঙ্গাইল, আব্দুল হাকিম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কালিহাতী টাঙ্গাইল, সোহরাব আলী চেয়ারম্যান বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদ, আব্দুল খালেক সাধারণ সম্পাদক বীরবাসিন্দা ইউনিয়ন, আওয়ামী লীগ, সেলিম সিকদার সহ-সভাপতি উপজেলা আওয়ামী যুবলীগ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজাহারুল ইসলাম তালুকদার,( মাসুদ) সভাপতি আটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন, শরিফুল ইসলাম (রাজু) স্বেচ্ছাসেবক লীগ নেতা সুশান্ত ঘোষ, শাওন সাহা চৌধুরী, ছাত্রলীগ নেতা শাহেদ হোসেন, মুহূর্তের মধ্যেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভা অঙ্গনে প্রবেশ করে হাজার হাজার জনতা। তাদের প্রিয় নেতা জননেতা হাসান ইমাম খান সোহেল হাজারী কে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য।