ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

নেত্রকোনায় রমজানের আগে ও রমজানের মধ্যেও টিসিবি কার্ড দারিদের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে নেত্রকোনা মোক্তারপাড়া মাঠে টিসিবি কার্ডদারি নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, পৌরসভার প্যানেল মেয়র এসএম মহসিন আলম, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আকলিমা আক্তার।

উল্লেখ্য, এই পর্যায়ে জেলার দশ উপজেলায় নিম্ন আয়ের ১ লক্ষ ৭০ হাজার ৪৩৭ জন টিসিবি কার্ডদারিদের মাঝে ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডাল ও ছোলা বুট বিক্রয় করা হবে