
স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (ইজিডিপি) আওতায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নামজারি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে উপজেলা পরিষদ সভাকে আয়োজিত ক্যাম্পেইন এ সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
এসময় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আখতার আহসান. উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.