ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় উপস্বাস্থ্য কেন্দ্র থাকলে ও চিকিৎসা সেবা দিতে যান না চিকিৎসকরা, এভাবেই চলছে মনোহরদী উপজেলায় গোতাশিয়া ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্র।
এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষ গুলো, সেবা না পেয়ে তারা সেবা নিতে ছুটতে হয় উপজেলা সদর কিংবা জেলা সদরের বিভিন্ন হাসপাতালে।
৯ মার্চ বৃহস্পতিবার সকালে সরোজমিনে সেখানে গিয়ে দেখা যায়,গোতাশিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের কোন কর্মকর্তাই অফিসে আসেনি। ৩-৪ ঘন্টা অপেক্ষা করেও তাদের কাউকে হাসপাতালে পাওয়া যায়নি বরং তালা বদ্ধ অবস্থায় দেখা যায় স্বাস্থ্য কেন্দ্রের মূল ফটক। পরে উপস্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা মোহাম্মদ সাকিব,মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুল হাসান মাহমুদকে ফোন দিলে তিনি বলেন, এখনও কি বন্ধ আছে,এখানো তো লোকবল থাকায় কথা,আমি বিষয়টি দেখছি। কিছুদিন আগেও এখানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায় বলে এলাকাবাসী অভিযোগ করেন। উপস্বাস্থ্য কেন্দ্রটি বেশির ভাগ সময়ই বন্ধ থাকে বলে এলাকাবাসী অভিযোগ করেন বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী,
এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুল হাসান মাহমুদ বলেন, আজকেতো লোকবল থাকায় কথা ছিলো,ডাক্তার অন্য ডিওটিতে আছে।এখানে রেগুলার লোকবল থাকবে,তাদের যেন এখন থেকে মিস না হয় আমি বলে দিব ।

