
বিশেষ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপিত হল। ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া। এই দুর্যোগ প্রস্তুতি মহড়ায় অংশ গ্রহণ করে মোহাম্মদ নাজিম উদ্দিন মোড়ল, সার্ব অফিসার্স ইনচার্জ কালিহাতী উপজেলা ফায়ার সার্ভিস ও তার সঙ্গীয় ফোর্স। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি টাঙ্গাইল ৪( কালিহাতী) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনছার আলী বি,কম উপজেলা পরিষদ চেয়ারম্যান কালিহাতী, জনাব আখতারুজ্জামান মন্ডল ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ কালিহাতী,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাহিদ হোসেন উপজেলা জেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) কালিহাতী টাঙ্গাইল, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিহাব উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কালিহাতী। অনুষ্ঠান শেষে বিশাল এক রেলি বের করা হয় অংশগ্রহণে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
[10/03, 9:07 pm] +880 1752-490351: টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের দুই তলা ভবন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বিশেষ প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস ও টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিপ্লব সরকার, টাঙ্গাইল জেলা কালিহাতী উপজেলা শাখার শ্রমিক ইউনিয়নের দুই তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী,এমপি টাঙ্গাইল ৪ কালিহাতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনসার আলী বিকম চেয়ারম্যান উপজেলা পরিষদ কালিহাতী, মোল্লা আজিজুর রহমান অফিসার ইনচার্জ কালিহাতী থানা টাঙ্গাইল। মোঃ আক্তারুজ্জামান ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ কালিহাতি। মোহাম্মদ নুরুন্নবী সরকার মেয়র কালিহাতী পৌরসভা। এবিএম নুরুল আলম খসরু সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কালিহাতী উপজেলা আওয়ামী লীগ। আমিনুর রহমান আমিন সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন। মোহাম্মদ মালেক তালুকদার সভাপতি কালিহাতি পৌর আওয়ামী লীগ। আলমগীর হোসেন সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ।শেখ জাহিদুল ইসলাম( শিপলু) সভাপতি জাতীয় শ্রমিক লীগ কালিহাতি উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম শহীদ সভাপতি অটো রিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন। শরীফ আহমেদ রাজু সাধারণ সম্পাদক অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন। আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শাহেদ উদ্দিন ।সেবক লীগ নেতা সুশান্ত ঘোষ, যুবলীগ নেতা পরিতোষ সেন।সহ সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
অত্র সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ রাজুর সাথে কথা বলে জানতে পারা যায়, দীর্ঘদিন অটোরিকশা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন জরাজীর্ণ অবস্থায় থাকার পর শরীফ আহমেদ রাজু কে দায়িত্ব দেওয়ার পর থেকে সংগঠনটি চাঙ্গা হয় তার ধারাবাহিকতায় আজকের এই দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.