সম্পাদক

নিউজ ডেস্কঃ

চট্টগ্রামে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ৷ ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এটিই বাংলাদেশের প্রথম জয়৷ইংল্যান্ডের দেয়া ১৫৭ রানের টার্গেট বাংলাদেশ অতিক্রম করেছে ১৮ ওভারে, হাতে ছিলো ৬ উইকেট৷ ব্যাটিংয়ের শুরু থেকেই আত্মবিশ্বাসী শট খেলতে থাকেন লিটন দাস ও  রনি তালুকদার৷ ৩.৩ ওভারে দলীয় ৩০ রানে রনি আর ৪.৫ ওভারে ৪৩ রানে লিটন বিদায় নিলেও চাপে পড়েনি বাংলাদেশ৷ বরং তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে ইংল্যান্ডের বোলারদের দিশেহারা করেন শান্ত৷ দৃষ্টিনন্দন সব শটে ৬৫ রান যোগ করেন তারা স্কোরবোর্ডে৷আন্তর্জাতিক অভিষেকে ১৭ বলে ২৪ করে আউট হন তৌহিদ৷ শান্ত বিদায় নেন ৩০ বলে ৫১ রানে৷ বাকি কাজটি অনায়াসে সারেন অধিনায়ক সাকিব ও আফিফ৷ সাকিব ৩৪ রান এবং আফিফ ১৫ রানে অপরাজিত ছিলেন৷

এর আগে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক৷ ২০ ওভারে ছয় উইকেটে ১৫৬ তোলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা৷ উদ্বোধনী জুটি ৮০ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে তা হতে দেননি বাংলাদেশের বোলাররা৷ ইংলিশদের পক্ষে ৪২ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক জস বাটলার৷উদ্বোধনী জুটিতে তার সঙ্গী ফিল সাল্ট তুলেছেন ৩৫ বলে ৩৮ রান৷ তাদের পরে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন শুধু বেন ডাকেট৷ ইংল্যান্ডের ছয় উইকেটের দুইটি নিয়েছেন হাসান মাহমুদ৷ বাকি চার বোলার নিয়েছেন একটি করে৷এর আগে ২০ ওভারের ম্যাচে একবারই সিংহদের মুখোমুখি হয়েছিল বাঘেরা৷ সেটি ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপে৷ ইংল্যান্ড সেই ম্যাচ জিতে নেয় আট উইকেটে৷ তবে আজকের ম্যাচে সিংহরা পাত্তাই পেল না বাঘেদের সামনে৷ তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন সাকিবরা৷