
নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১১ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অসৎ উদ্দেশ্যে ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় আওয়ামী লীগ। কিন্তু আমাদের পরিষ্কার কথা, আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।
তিনি বলেন, আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই। আমরা সরকারের পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। দিন দিন আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সরকার আর পালানোর পথ পাবে না।
মানববন্ধনে বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৮ মার্চ সারাদেশের মহানগরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন মির্জা ফখরুল।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.