
স্টাফ রিপোর্টারঃ
হৃদয়ে কথা বলে শ্লোগানকে ধারন করা আনন্দ টেলিভিশন -এর আজ জন্মদিন। পথ চলার ৫ বছর পূর্ণ করে
প্রতি বছর ১১ মার্চ সাধারণ মানুষের মিলন মেলায় পরিণত হয় আনন্দটিভির কুমিল্লা অফিসে। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। সকাল ১১টায় কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনের উদ্বোধন করেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম,প্রেস ক্লাবের সাবেক সাধারণ কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক,মীর শাহআলম ,এম ফিরোজ মিয়া,পেশাজীবি সাংবাদিক ফোরামের সভাপতি জোনায়েদ শিকদার তপু,টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন,দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আজমেদ জিতু, চ্যানেল টোয়েন্টিফোরের জাহিদুর রহমান,দেশ টিভির সুমন কবির ,এশিয়ানটিভির আজিজুর রহমান ,এসএ টিভির রফিকুল ইসলাম।
আলোচনাসভায় কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আনন্দ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবীব পাখি। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলার আলোড়নের বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান ,দৈনিক মাতৃভুমি পএিকার মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, কামরুজ্জামানসহ গণমাধ্যমকর্মী,সুশীল সমাজের প্রতিনিধিসহ শুভানুধ্যায়ীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় আনন্দ টিভির সংবাদ,অনুসন্ধানী প্রতিবেদনসহ অনুষ্ঠান পরিচালনার প্রশংসা করেন বক্তারা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.