
স্টাফ রিপোর্টার:
শিক্ষা অধিকার প্রগতি ছাত্র অধিকারের মূলনীতি।
এই নীতির স্বপক্ষে সমস্ত বাংলাদেশে কাজ করে যাচ্ছে ঢাবির সাবেক ভিপি নুরুলহক নুরের নতুন ধারার রাজনৈতিক দলের সহযোগী সংগঠন এবং কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন ছাত্র অধিকার পরিষদ। শিক্ষা প্রতিষ্ঠানের স্বকীয়তা, ছাত্র রাজনীতির সচ্ছতা আনায়নে তাদের কার্যক্রম ইতিমধ্যে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। তাদের অদম্য উচ্ছাস-কার্যক্রমে পুরো বাংলাদেশেই সাড়া দিচ্ছে ছাত্র সমাজ। তাদের কার্যক্রম নরসিংদীতে চলছে এগিয়ে। নরসিংদী জেলা কমিটিসহ প্রায় উপজেলায় ছাত্র অধিকার পরিষদ এর কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পলাশ উপজেলার নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয় পলাশ উপজেলার ছাত্র অধিকার পরিষদ এর নব নির্বাচিত সভাপতি মো. নাজমূল হকের সভাপতিত্বে।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার আহবায়ক এড. শিরিন আক্তার শেলি, সদস্য সচিব আওলাদ হোসেন জনি, যুব অধিকার পরিষদ এর সহ-সভাপতি আ. আজিজ ভুঁইয়া, গণ অধিকার পরিষদ নরসিংদী জেলার যুগ্ন আহবায়ক ওমর ফারুক খান, বকুল মিয়া, জুয়েল ভুঁইয়া।
ছাত্র অধিকার পরিষদ নরসিংদী জেলা সভাপতি শাহ জামান জেমস বাপ্পিসহ নরসিংদী জেলা ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে ছাত্র রাজনীতির বর্তমান অবস্থা ও প্রেক্ষাপট, বর্তমান দেশের অবস্থান, দেশের অগ্রগতি ও অবনতি তুলনামূলক আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশ উপজেলা ছাত্র অধিকার পরিষদ এর দপ্তর সম্পাদক খালেদ সাইফুল্লাহ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.