
নিউজ ডেস্কঃ
টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং।
শুক্রবার (১০ মার্চ) চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯৫২ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
দেশটির আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে শি জিনপিংকে ভোট দিয়েছেন। তাই, আনুষ্ঠানিকভাবে তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার অনুমতি দিয়েছে সংসদ।
এদিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং শির পক্ষে হাততালি দেন। বার্ষিক আইনসভার এ সম্মেলনে শিকে কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত করা হয়। আশা করা হচ্ছে, শনিবারই দেশটির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।
গত বছরের ২২ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সম্মেলনে শি জিনপিংকে দলের মূল নেতা হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমেই তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা পাকাপোক্ত হয় তার।
এর আগে, ২০১২ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন শি জিনপিং। এরপর ২০১৮ সালের নির্বাচনেও তিনি সর্বসম্মতিক্রমে জয়লাভ করেন। এবার টানা তৃতীয় মেয়াদের তিনি প্রেসিডেন্টের ক্ষমতায় বসলেন।
সূত্র: ব্লুমবার্গ
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.