
বিনোদন ডেস্কঃ
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শুক্রবার (১০ মার্চ) রাজধানীর ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব মাতালেন এই অভিনেত্রী। তার সঙ্গে আরও ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়।
এ দিন সন্ধ্যায় এই দুই শিল্পীর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত সব দর্শক। তবে অনুষ্ঠানটি শুধুমাত্র নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল।
অনুষ্ঠানে ঋতুপর্ণা বেশ কয়েকটি গানে একক, দলীয় নৃত্য পরিবেশনা করেন। সেই সঙ্গে জনপ্রিয় নায়ক ফেরদৌসের সঙ্গে ‘সব সখিরে পার করিতে’ গানেও নৃত্য পরিবেশন করেন এই অভিনেত্রী। ওই অনুষ্ঠানে রাতে গান গেয়েছেন অনুপম রায়।
নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু জানান, নারায়ণগঞ্জ ক্লাবের ১৩০ বছর পূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে সভাপতি আসিফের সভাপতিত্বে উক্ত ক্লাবের সাবেক সভাপতিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.