
নিউজ ডেস্কঃ
‘সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার (১১ মার্চ) বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপির মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মোশাররফ বলেন, সরকারের বিদায় যত দ্রুত হবে, পরিস্থিতির তত উন্নতি হবে। সরকারের পতন ঘটাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, বিএনপির আন্দোলনে সরকার ভীত। দেশে কোনো গণতন্ত্র নেই। ১০ দফা দাবি আদায়ের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। বিএনপির এই নেতা বলেন, সরকার বিএনপির প্রতিটি সমাবেশে বাধা দিয়েছে। দেশের জনগণ এই সব অপশক্তি ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আমাদের সমাবেশ সফল করেছে।
উল্লেখ্য, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে গত ২৩ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু করে বিএনপি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.