সম্পাদক
নিউজ ডেস্কঃ
ইতিহাস গড়ার লড়াইয়ে বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ১১৮ রান। কিন্তু পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা। আগের ম্যাচে জয়ের নায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য ইনিংসে ভর করে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। এতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ইতিহাস গড়ে প্রথম কোনো সিরিজ জিতলো লাল সবুজের বাংলাদেশ।
ইংল্যান্ড প্রথমে ব্যাটিংয়ে নেমে র্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১১৭ রান করেছিল জস বাটলারের ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেছেন বেন ডাকেট। এছাড়া ফিল সল্ট ২৫ ও মঈন আলী করেন ১৫ রান। টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ ১২ রানে ক্যারিয়ার সেরা ৪ উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন, সাকিব, হাসান ও মোস্তাফিজ প্রত্যেকে একটি করে উইকেট তুলে নেন।
জবাবে ইংল্যান্ডের দেওয়া ১১৮ রানের টার্গেট ১৮.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় টাইগার বাহিনী। আগের ম্যাচে ফিফটি হাঁকানো শান্ত আজও ৪৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন। এছাড়া মেহেদি মিরাজ ২০ ও তৌহিদ হৃদয় ১৭ রান করেন।

