
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের কাউখালীতে মানবন্ধন করে একটি পরিবার ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যহার দাবীতে।
আজ (১৪ মার্চ) ২০২৩ মঙ্গলবার সকালে উপজেলার ডাকবাংলোর মোড়ে ঘন্টা ব্যাপি মানবন্ধন করে মিথ্যা মামলা ভুক্তভুগী একটি পরিবার।
উল্লোখ্য গত ১৭ ফেব্রুয়ারি কাউখালী দক্ষিণ বাজারে মোঃ রসুল আলমের ছেলে মোঃ তারিকুল ইসলাম রাকিবের বিরোদ্ধে একটি ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা হয়। এতে রাকিবের পরিবার ক্ষমতাশীন ব্যক্তিসহ বিভিন্ন লোকের কাছে গেলে কোনো সহায়তা না পেয়ে রাস্তায় দাড়িয়ে মিথ্যা মামলা প্রত্যহার ও মুক্তির দাবি করেন।
এসময় ভুক্তভুগী রাকিবের মা তাসলিমা বেগম জানায় , আমার ছেলে মোঃ তারিকুল ইসলাম রাকিব ইসলামী শরীয়া মোতাবেক একই এলাকার ২১ বছর বয়সী মিম আক্তারকে বিবাহ্ সম্পূর্ণ করেন। এ বিয়েতে মেয়ের পরিবার রাজী না থাকায় নারী ও শিশু নির্যতন দমন আইনে একটি মিথ্যা মামলা করে ঢাকা মিরপুর শাহ আলী থানায়, এর পর রাকিবকে ভান্ডারিয়া থেকে গ্রেফতার করানো হয় রাকিব বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন,
রাকিব এলাকায় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং একজন ভালো ক্রীড়াবীদ। আমাদেরকে মেয়ে পক্ষ থেকে মীমাংসার কথা বলে ঢাকা নিয়ে লাঞ্ছিত করে এবং আমাদের কাছে অর্থ দাবি করে আমরা অর্থ দিতে অপরগত প্রকাশ করায় আমাদেরকে প্রকাশ্যে শারীরিক নির্যাতন করা হয়। তারপর থেকে আমাদের হয়রানি করে আসছে।
এ ব্যাপারে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের মা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন ছেলে মা মোসাঃ তাসলিমা বেগম, মামা মোঃ সাইদুল ইসলাম চাঁন , খালা নাজমুন নেহার প্রমুখ , এ ব্যাপারে এই প্রতিবেদক মীম আক্তারের অভিভাবকদের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে ফোন কেটে দেয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.