
স্টাফ রিপোর্টার:
খুলনার কয়রায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সন্তানদের পড়ালেখার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ,দেশ ও জাতিগঠনে অবদান রাখার বিষয়ে উদ্বুদ্ধ করতে মুন্ডা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় গ্লোবাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ইনিশিয়াটিভ (জিডিআরআই) আয়োজনে কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে ৬০ জন স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, ফাইল,স্কেল,পেন্সিল, রাবার,ইরেজার, কলমদানি, কাটার, ব্যাগ, এ সকল শিক্ষা উপকরণ দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখেন আশাশুনি সরকারী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, কয়রা সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, জিডিআরআই প্রগ্রোম হেড আশিকুজ্জামান, সাংবাদিক শেখ মনিরুজ্জাম মনু, মোঃ রিয়াছাদ আলী, নিরপদ মুন্ডা, আশিকুজ্জামান, আমিরুল ইসলাম প্রমুখ ।
গ্লোবাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ইনিশিয়েটিভ (ডিডিআরআই) ২০০৯ সাল থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও কৃষি প্রভৃতি বিষয়ে গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
কয়রা(খুলনা)
তাং-১৪-৩-২৩ ইং।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.