
স্টাফ রিপোর্টার:
ভোলার চরফ্যাসন উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ই মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আগামী রমজান মাসকে সামনে রেখে বাজার মনিটরিং ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.আল-নোমান ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান।
এছাড়াও ভোক্তা অধিকার বিষয়ে বক্তব্য রাখেন, চরফ্যাসন থানার ওসি মো.মুরাদ হোসেন, পৌর ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখতারুল আলম শামু, চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মনির হোসেন, মুদি ব্যনসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ সবুজ, দৈনিক কালের কন্ঠ চরফ্যাসন প্রতিনিধি কামরুল সিকদার প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দাপ্তরিক প্রধানগন, স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক, ও বাজার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.