
স্টার রিপোর্টার:
দামুড়হুদা সীমান্তে ৬ বিজিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
বিজিবি জানায় বুধবার দুপুর ২২ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে, দামুড়হুদা মুন্সীপুর ক্যাম্পের হাবিলদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদার মুন্সিপুর সীমান্তের পিলার ৯৩/৩-আর হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর গ্রামের মুচির বটতলা নামক স্হানে অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা বিজিবির উপস্থিত টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায।পরে বিজিবি মুন্সিপুর
কবরস্থানের উত্তর পার্শ্বে আম বাগানের
একটি পরিত্যক্ত প্লাষ্টিকের বস্তা দেখে বম্তাটি উদ্ধার করে।পরে প্লাষ্টিকের বস্তাটি খুললে বস্তার ভিতর অব্যবহ্নত মাথার চুলের মধ্যে একটি প্যাকেটের ভিতর থেকে ৬শ গ্রাম ভারতীয় হিরোইন উদ্ধার করতে সক্ষম হয়।
মাহমুদ হাসার রনি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
১৫/০৩/২৩
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.