সম্পাদক

নিউজ ডেস্কঃ

বাংলাদেশে একটি বিশ্বমানের কিচেন অ্যাপ্লায়েন্স কারখানা স্থাপনের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (১৪ মার্চ) এজে ওভারসিজ কোম্পানি লিমিটেড-এর রিন্নাই ডিলার মিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মো. জসিম উদ্দিন বাংলাদেশে কিচেন অ্যাপ্লায়েন্স এবং গ্যাস অ্যাপ্লায়েন্স ব্যবসার বিশাল ক্ষেত্র তুলে ধরেন।

ডিলারদের জন্য ঢাকার বনানী ক্লাবে ‘রিন্নাই ডিলার মিট ২০২৩-এর আয়োজন করে এজে ওভারসিজ কোম্পানি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিন্নাই করপোরেশনের হেড অব ওভারসিজ বিজনেস মানাবু গতো। তিনি বাংলাদেশে রিন্নাই অ্যাপ্লায়েন্স বিপণনে সহযোগিতা ও সমর্থনের জন্য সব ডিলারদের প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এজে ওভারসিজের হেড অব বিজনেস মামুনুর রশীদ। তিনি অনুষ্ঠানে উপস্থিত ডিলারদের স্বাগত জানান।

উল্লেখ্য, এজে ওভারসিজ কোম্পানি লিমিটেড বাংলাদেশে বিশ্বখ্যাত রিন্নাই করপোরেশন জাপানের অনুমোদিত পরিবেশক এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি অঙ্গ প্রতিষ্ঠান। রিন্নাই করপোরেশন বিশ্ববিখ্যাত রিন্নাই ব্র্যান্ডের গ্যাস, রান্নার বার্নার, কিচেন হুড ও আনুষঙ্গিক যন্ত্রপাতি তৈরি করে।