ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নে আগামী বৃহস্পতিবার নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মোফাজ্জল হোসেনের সমর্থনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ছয়টায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এ খবর লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
এই ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে নির্বাচনী জনসভাটি লালখান বাজারে অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক,সাধারণ সম্পাদক জনাব শাহ মোঃ ইশতিয়াক আরিফ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মিসেস ঝরনা হাসান, এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং নর্থ চ্যানেল ইউনিয়নের জনসাধারণের উপস্থিত আছেন।
সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান হয় ।

