
স্টাফ রিপোর্টার;
সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে দিন ব্যাপী শিক্ষা মেলা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে দিন ব্যাপী শিক্ষা মেলা উদ্বোধন করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য পাঠ বইকে আরও আকর্ষণীয় করতে এবং পাঠ্য বইয়ের সাথে বাস্তবতার মিল খুঁজে পেতে শিক্ষার বিভিন্ন উপকরণ নিয়ে এ মেলা সাজানো হয়েছে।
মেলায় প্রতিটি উপজেলা আলাদাভাবে শিক্ষার বিভিন্ন উপকরণ নিয়ে স্টল সাজায়। এ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার, নাইয়ার সুলতানা, রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার, আপেল মাহমুদ, সহ ৯ টি উপজেলার শিক্ষা অফিসার বৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারি, শিক্ষা অফিসার, মাসুমা, মোছাঃ সামিমা সুলতানা, মোছাঃ দিলরুবা, আফরোজ জাহান, মোঃ শাহা আলম, মোঃ আককাছ আলী, এস, এম আব্দুল মমিন, আবিদা সুলতানা, মোঃ মহসিন রেজা, মোঃ ফরিদ শেখ, সহ জেলার নয়টি উপজেলার শিক্ষা সহকারি শিক্ষা অফিসার, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.