
নিউজ ডেস্ক:
২০২৬-এ পুরুষদের বিশ্বকাপ ফুটবলের আসর বসছে তিন দেশে, অ্যামেরিকা, ক্যানাডা ও মেক্সিকোতে। অ্যামেরিকার ১১, মেক্সিকোর তিন ও ক্যানাডার দুইটি শহরে বিশ্বকাপের খেলা হবে। সেখানে মোট ১২টি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপে চারটে করে দল। ফিফা কাউন্সিল এই সূচি অনুমোদন করেছে।
২০২৬-এর বিশ্বকাপ ফাইনাল হবে রোববার, ১৯ জুলাই। তার আগে প্রথমে গ্রুপ পর্বের খেলা হবে। গ্রুপের প্রথম দুইটি দল ও তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দলকে নিয়ে মোট ৩২টি দল পরের পর্বে খেলবে। প্রতিটি দল যাতে যথেষ্ট পরিমাণে বিশ্রাম পায় সেদিকে নজর রাখা হবে। ৪০ দিন ধরে ১০৪টা ম্যাচ খেলা হবে।
গত বিশ্বকাপের মূল পর্বে ৩২টি টিম ছিল। এবার ১৬টা টিম বেশি খেলবে।
প্রথমে ভাবা হয়েছিল মোট ১৬টি গ্রুপ হবে। প্রতিটি গ্রুপে তিনটি করে টিম থাকবে। কিন্তু পরে তা বদল করে ১২টা গ্রুপ করা হয়েছে। সোমবার রাতে ফিফার প্রেসিডেন্টের সঙ্গে ছয়টি কনফেডারেশনের কর্তারা দেখা করেছিলেন। তারা কেউই এই সূচি নিয়ে কোনোরকম আপত্তি জানাননি। বিশ্বের সেরা ৩২টি ক্লাবকে নিয়ে ২০২৫ সালের জুনে ফিফা ক্লাব বিশ্বকাপ হবে। এই ক্লাব বিশ্বকাপের আসরও চার বছর পরপর বসবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.