ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার দিবস ও আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৫ মার্চ) বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার (ওসি) মো. সোহেল রানা, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আ’লীগের সহ সভাপতি মফিজ উদ্দিন, বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ,সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংবাদিক শাহীন আল আমিন, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমূখ ।
আসন্ন মাহে রমজানে উপলক্ষে দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ করা, ভেজাল খাদ্য রোধ করা, ওজন পরিমাপ সঠিক করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তা’রা ।

