
স্টাফ রিপোর্টার:
রাজধানী ঢাকার ফুলবাড়িয়ার সিদ্দিক বাজারে এসি বিস্ফোরণে নিহত তারেক (৩২) ও তার চাচাতো ভাই আওলাদ হোসেনের (৩৭) অকাল মৃত্যুতে মুন্সীগঞ্জের গজারিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে পড়েছে গোটা গ্রামবাসি। জানা যায়, ফুলবাড়িয়া সিদ্দিক বাজারে বিস্ফোরিত হয়ে ১৮ ঘন্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন নিহত তারেকের সহযোগী চাচাতো ভাই আওলাদ হোসেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
নিহত আওলাদ হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি পশ্চিম পাড়া। মৃত জামান শফিকের ছেলে। নিহত তারেক ও আওলাদ যথেষ্ট ভদ্র নম্র স্বভাবের প্রিয় মানুষ ছিলেন। পুরো গজারিয়ার সকলেই আজও নিহত দু'জনের শোকে স্তব্দ হয়ে পড়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.