
বিনোদন ডেস্কঃ
পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের জুয়েলার্সের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে দুবাই গেছেন তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তবে সেই আয়োজনে দেখা মেলেনি নায়িকার।
এ প্রসঙ্গে দুবাই থেকে দীঘি গণমাধ্যমকে জানান, ‘সেখানে আমার কোনো পরিবেশনার কথা ছিল না, শুধুমাত্র যোগ দেওয়ার কথা ছিল। আমার বের হতে খানিকটা দেরি হয়েছিল, তার ওপর রাস্তায় অনেক জ্যাম ছিলো। অনুষ্ঠানস্থলে পৌঁছার পর দেখি, সেখানে প্রচণ্ড ভিড়। ভেতরে ঢোকাটাও কিছুটা ঝুঁকি ছিল। তাই আর সেখানে যোগ দিতে পারিনি। পরে শারজায় আরেকটি অনুষ্ঠানে গিয়েছি।’ শুক্রবার (১৭ মার্চ) দীঘির ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে আরাভ জুয়েলার্সের জমকালো উদ্বোধনের খবর প্রকাশ্যে আসতেই জানা যায়, আরাভ নামের এই স্বর্ণ ব্যবসায়ী মূলত বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম।
২০১৮ সালে এই হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যান তিনি। পরবর্তীতে ভুয়া নাম-পরিচয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দুবাইয়ে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানকার বড় স্বর্ণ ব্যবসায়ী। আরাভকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.