
এবার ভারতে হায়দরাবাদে বহুতলে আগুন। দুই নারী-সহ ছয়জন মৃত। ছয়জন অসুস্থ হাসপাতালে ভর্তি।হায়দরাবাদের এই বহুতল বাড়ির নাম স্বপ্নলোক কমপ্লেক্স। সেখানেই পাঁচতলায় আগুন লাগে। এই বাণিজ্যিক কমপ্লেক্সের পাঁচতলায় একটি মার্কেটিং সংস্থার অফিস ছিল। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে।
দমকলের দশটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্বে আনে। কিন্তু ততক্ষণে প্রবল ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। মোট ১২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুই নারী-সহ ছয়জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতের পর আগুন আয়ত্বে আনলেও তখনো ধোঁয়া বের হচ্ছিল। দমকলের তরফে জানানো হয়েছে, ধোঁয়া বন্ধ হতে আরো কিছুটা সময় লাগবে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে আগুনের কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
মাস দুয়েক আগে সেকেন্দ্রাবাদে একটি বহুতলে আগুন লেগে দুইজন মারা গেছিলেন। তারপর আবার বহুতলে আগুন লাগলো।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.