
স্টাফ রিপোর্টার:
দামুড়হুদা সীমান্ত থেকে বিজিবি মটর সাইকেলের ট্যাংকির ভিতর থেকে ৩টি স্বর্নের বার উদ্ধার করেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসির নেতৃত্বে দামুড়হুদার সুলতানপুর ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালায়।
এ সময় বিজিবি সদস্যরা সীমান্ত রেখার ৭৭/৬- নং পিলারের ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া গ্রামের বাকা মোড় এলাকায় রাস্তার পাশে অবস্থান নেয়। মোটরসাইকেলযোগে একজন ব্যক্তিকে বাকা মোড় এলাকা দিয়ে ঝাঝাডাঙ্গা হয়ে সীমান্ত অভিমুখে যেতে দেখে।
বিজিবি সশস্ত্র টহলদল উক্ত মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করলে আরোহী মোটর সাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি মোটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে ৭০ ভরি ওজনের তিনটি স্বর্নের বার উদ্ধার করে। এ ঘটনায় সুলতান ক্যাম্পের নায়েব সু্বেদার বাদি হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
মাহমুদ হাসান রনি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
১৭/০৩/২৩
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.