
স্টাফ রিপোর্টার:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩'তম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর সামাজিক -সাংস্কৃতিক সংগঠন 'তর্জনী'র উদ্যোগে ১৭মার্চ সকাল ১০টায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ধানমন্ডি লেকপাড়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে পথশিশুদের মাঝে বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুল্লাহ্ আল মামুনের নেতৃত্বে এসব আয়োজনে আরো উপস্থিত ছিলেন আনহার সামশাদ, মুসফিরা ইয়াসমিন এনি, ইফফাত জাহান চৈতী, মো: ওয়াজেদ আলী, কাবির হোসেন, ইসমাইল হোসেন, অনুপ মন্ডল, আকাশ মন্ডল,তানজিয়া হক , মোহাম্মদ সাকিব হোসেন, তানিয়া হক, ফারহান মিয়া, রোকসানা মৃধা রোজা, ওয়াসি আল আরাফাত, সালমা পারভেজ, মো: আরিফুল ইসলাম, শাহিদা আক্তার, শাবানা আক্তার আশা, মো: জহুরুল ইসলাম, রতন গাইন, মো: মিরাজুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম, মো: শাহরিয়ার, মো: সোয়েব আহমেদ রাব্বি, মো: রাকিব, বিশ্বজিত, বাঁধন, সুমির ও পল্লব প্রমুখ।
প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুল্লাহ আল মামুন বলেন 'তর্জনী' একটি কার্যকর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হিসেবে দেশজুড় ক্রমেই বিস্তার লাভ করছে। বাঙালি সংস্কৃতির সাংস্কৃতিক জাগরণে কার্যকর ভূমিকা রেখে আমরা বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন 'স্বপ্নের সোনার বাংলা' গড়তে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য, সাহসী, বিচক্ষণ নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সহযাত্রী হতে চাই।"
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.