
নিউজ ডেস্কঃ
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর ও পেরুতে শক্তিশালি ভূমিকম্প আঘাত হেনেছে।স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) দুপুরে ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলের গুয়ায়াস প্রদেশের বালাও শহরে ভূমিকম্পটি আঘাত হানে। ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত ১৪ জনের। নিহতদের মধ্যে ইকুয়েডরের ১৩ জন এবং পেরুর একজন। এ ঘটনায় আহত হয়েছেন ১২৬ জন।
আলজাজিরার তথ্যমতে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৬৬ দশমিক ৪ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। ইকুয়েডরে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, সব মন্ত্রণালয়কে কাজে লাগানো হয়েছে এবং ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে কাটিয়ে উঠতে যাবতীয় প্রস্তুতি রয়েছে।
দেশটির একটি সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের এক ঘণ্টা পর দুটি আফটার শক অনুভূত হয়। তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করেনি দেশটির কর্তৃপক্ষ।উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.