
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকান্ডে একটি বাজারের ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। তবে কেউ আহত হননি। রোববার ভোর রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে বাজারের কনফেকশনারির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় লোকজন পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে ততক্ষণে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ওই বাজারের ১টি ফার্মেসী, ১টি কন্ফেকশনারি, ১টি সেলুন, ১টি চায়ের দোকান সহ মোট ৪টি দোকান ও মালামাল
সম্পূর্ণ পুড়ে যায়। ওই বাজারের ব্যবসায়ীরা জানান, আগুনে চারটি দোকানের প্রায় ২০ লাখ টাকার উপরে মালামাল ক্ষতি হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.