
স্টাফ রিপোর্টারঃ
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লা । রোববার সকালে মানববন্ধন পথ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন টিসিএ কুমিল্লার সভাপতি একাত্তর টেলিভিশনের ক্যামেরা পার্সন সাইদুর রহমান সোহাগ, সাধারন সম্পাদক দেশ টিভির ক্যামেরাপার্সন তাওহীদ খন্দকার তপু ও সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, সাংবাদিক মোঃ মহিবুল্লাহ ভূইয়া বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, ক্যামেরাপার্সন রাফি, সাইফ, সবুজ, কুমিল্লা ২৪এর বিপ্লবসহ আরো অনেকে।
পথপ্রতিবাদ সভায় বক্তারা, সাংবাদিক ও পুলিশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কিন্তু সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। এই ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দায়িদের শাস্তি নিশ্চিত করতে হবে।ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা রোধ করতে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে করার প্রতিবাদ আহবান জানান। অভিযুক্তদের বিচারের না হলেআবারও কর্মসূচী দেয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.