
বিনোদন ডেস্কঃ
ভারতের স্টাইলিশ তারকা উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় উদ্ভট এবং খোলামেলা পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন তিনি। এমনকি নিয়মিতই ট্রলের শিকার হতে হয় এই অভিনেত্রীকে। তবে এসব কিছুতেই পাত্তা দেননা উরফি।
এ বার উরফির পোশাক নিয়ে কড়া মন্তব্য করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।
সম্প্রতি করিনা কাপুরের শো মির্চি প্লাস-এ সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এর প্রচারণায় অতিথি হয়ে আসেন এই অভিনেতা। আর সেখানেই কারিনার এক প্রশ্নের জবাবে উরফির পোশাক নিয়ে মন্তব্য করেন তিনি।
শোতে উরফিকে চেনেন কিনা? রণবীরের কাছে করিনা জানতে চাইলে সম্মতি জানান তিনি। এরপরেই কারিনা প্রশ্ন করেন রণবীরকে, উরফি পোশাক কি ভাল রুচির পরিচায়ক, না কি তা নিম্ন রুচির পরিচয় বহন করে? তবে অবশ্যই এক কথায় উত্তর দিতে হবে জানান তিনি।
এমন প্রশ্নের জবাবে খুব বেশি সময় না নিয়েই রণবীর বলেন, নিম্ন রুচির পরিচায়ক। যদিও অভিনেতার এই মন্তব্যে এখনও কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি উরফির তরফে থেকে।
খবর : আনন্দবাজার
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.