ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
সুপ্ত প্রতিভার মুক্ত বিকাশের লক্ষ্যে সরকারচর স্বেচ্ছাসেবী যুব সংগঠন কর্তৃক আয়োজিত গজারিয়া ইউনিয়ন ভিত্তিক প্রাথমিক(চতুর্থ) শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০.৩০ মিনিটে সরকারচর গ্রামের কাঠাঁলতলা নামক স্থানে উৎসব মূখর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারচর স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মোঃ মাসুদুর রহমান সভাপতিত্বে সংগঠনের সদস্য আরাফাত হোসেন চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় অতিথির হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজউদ্দীন ভূইয়া,অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সরকারচর স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মোঃ মাসুদুর রহমান,
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, এছারাও উপস্থিত ছিলেন,মোঃ মাইনুল ইসলাম, মোঃ জসিমউদদীন, রফিকুল ইসলাম ইফতি, নাসির আহম্মেদ, মোঃ আরিফুল ইসলাম ও সমাজের গুণীজনেরা।
অতিথিদের বক্তব্যের পর পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো–পীতাম্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাজির হোসেন,সেকান্দরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইকরামুল ইসলাম ওতাসমিয়া তোহা,নোয়াকান্দা বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিদুয়ানা আলম জবা, নোয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহমুদুল হাসান, খাসহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানজিমা আক্তার, সায়মা সুলতানা আনহা, আলবিনা আক্তার নিহা ও অর্পন দে এবং গাজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইলমা আক্তার।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ আরিফুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম জুয়েল ও অন্যান্য প্রতিষ্ঠাকালীন সদস্য এবং কয়েকটি সামাজিক সংগঠনকে সামাজিক কর্মকাণ্ডে সুনাম অর্জন করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম রাকিব।

