
স্টাফ রিপোর্টার:
নেত্রকোণা ' র পূর্বধলা উপজেলায় লাল মিয়া'র বাজার এলাকায় ট্রাক- ট্রাক্টর কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি: নং : ১৩ এর ব্যানারে মানব বন্ধন করে, উক্ত মানব বন্ধন এর প্রতিবাদে,গত০৩/২১/২০২৩খ্রি:, নেত্রকোণা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজি, অভিযোগে বিভ্রান্তি মূলক তথ্য পরিবেশন করার, প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। নেত্রকোণা জেলা মটর জান কর্মচারী ইউনিয়ন রেজি নং : ২৫৭৪ বারহাট্টা রোড, নেত্রকোণা।উক্ত সংবাদ সম্মেলনে হয়। মিথ্যা বানোয়াট সংবাদ মিডিয়ায় পরিবেষন করার প্রতিবাদ প্রসঙ্গে সভাপতি মো: আব্দুল কুদ্দুস বলেন,১৯৮৪ সাল থেকে নেত্রকোনা জেলা পরিবহন ব্যবস্হা সুশৃংখল ভাবে পরিচালিত হচ্ছে এবং নেত্রকোনা জেলা পরিবহনে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করে, অবৈধ চাঁদাবাজি বন্ধ করে আসছে। কিন্তু দু:খের বিষয় বেশ কিছুদিন হয়, শ্রমিক বিহীন কিছু সংখ্যক চাঁদাবাজ দুষ্কৃতকারী নেত্রকোণা জেলা পরিবহনে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্য পুর্ব ধলা মো: শফি কুল ইসলাম বিভিন্ন মামলার আসামি ও অজ্ঞান ( মলম) পার্টির গ্যাং দের নিয়ে ময়মন সিংহ শ্রম অফিস থেকে জাল জালিয়াতির মাধ্যমে একটি রেজিষ্ট্রেশন করে।যাহার নং ময়মন- ১৩।নেত্রকোনা জেলার বিভিন্ন অলি-গলি রাস্তা সহ লাল মিয়ার বাজারে দূর্গা পুর- ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত ট্রাক গাড়ী গতিরোধ করিয়া অবৈধ ভাবে জোর পূর্বক চাঁদা বাজি করে আসছিল। আমরাগত কয়েকদিন পূর্ব উক্ত চাঁদাবাজি বন্ধ করে দেই।উল্লেখ্য গ্যাংদের চাঁদাবাজি বন্ধ করার কারনে চাঁদাবাজ গন ক্ষিপ্ত হয়ে আমাদের সংগঠনের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম এর নামে গত১৯/০৩/২০২৩ খ্রিষ্টাব্দ। তারিখে পূর্বধলা লাল মিয়ার বাজার নামক স্হানে ষড়যন্ত্র মূলক মানব বন্ধন করে মিথ্যা বানোয়াট অভিযোগে বিভিন্ন প্রশাসনিক কার্যালয় সহ মিডিয়াতে মিথ্যা বানোয়াট সংবাদের নিন্দাও তীব্র পতিবাদ জানায়।এ সময় উপস্হিত ছিলেন সভাপতি আব্দুল কুদ্দুস কার্যকারি সভাপতি শাহজাহান সহ- সভাপতি বজলুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম যুগ্ন- সাধারণ সম্পাদক শিবলি সাদিকও সহ সাধারন সম্পাধক তোফাজ্জল হোসেন দিপু সাংগঠনিক সম্পাদক সলতু মিয়া, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন ফয়সাল, কোষাধ্যক্ষ কামরুল ইসলসম, দপ্তর সম্পাদক আরিফ খান এবং ড্রাইবার ও শ্রমিক সহ ভিবিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
০৩/২১/২০২৩ খ্রি:
০১৭৪৪২৬৪৬৭২
সিনিয়র রিপোর্টার
মহিউদ্দিন তালুকদার
নেত্রকোণা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.