ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

ফরিদপুরে গেয়ালচামট মহিম উচ্চ বিদ্যালয়ের মাঠে শায়েখে চরমোনাইয়ের শুভ আগমন উপলক্ষে বিরাট ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার রাতে ফরিদপুর শহরস্থ গেয়ালচামট মহিম উচ্চ বিদ্যালয়ের মাঠে ফরিদপুর জেলা শাখা বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে শায়েখে চরমোনাই এর শুভ আগমন উপলক্ষে এ বিরাট ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়।

উক্ত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখে চরমোনাই জনাব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম কাসেমী, ইসলামী আন্দোলন জেলা কমিটির সভাপতি মোস্তাফা কামাল,ফরিদপুর মুজাহিদ কমিটির সভাপতি মোঃ আব্দুস শুকুর,সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক সহ ধর্ম অনুসারীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুরআন,সুন্নাহ ও হাদীসের আলোকে বয়ান করেন এবং বাংলাদেশের উন্নতি, সমৃদ্ধি, সাফল্যও কল্যাণ কামনা করেন এবং মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির শেষ হয়।