ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ফরিদপুরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।

আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আজ সোমবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রেস ব্রিফিং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রেসব্রিফিং এ সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, এসয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশেকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ লিটন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিভুল চন্দ্র, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবসহ ফরিদপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।
উক্ত প্রেস ব্রিফিং এ বক্তারা তাদের বক্তব্য বলেন,আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প-০২ হতে ৩য় পর্যায়ের অবশিষ্ট ১২৫টি ও ৪র্থ পর্যায়ের ৩২২ টিসহ মোট ৪৪৭ টি পরিবারকে ০২ শতাংশ জমিসহ ঘরের চাবী
হস্তান্তর করবেন।