
স্টাফ রিপোটার:
বগুড়ার শাজাহানপুরের সড়ক দুর্ঘটনায় কাথম কোয়ালিটি ফিডস লিমিটেড মোটরসাইকেল আরোহী এক শ্রমিক সাব্বির হোসেন (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ রবিবার (১৯ মার্চ) সকাল ৭:৩০টার দিকে উপজেলার বগুড়া-নাটোর সড়কের গ্রীণ গার্ডেন রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (৩০) শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআন্জুল গ্রামের মৃত তরিকুল্লাহ ইসলামের পুত্র।
জানা যায়, নিহত সাব্বির হোসেন সকাল ৭টায় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রওনা দিয়েছিলেন কর্মস্থল কোয়ালিটি ফিডস কোম্পানির উদ্দেশ্যে। পথিমধ্যে বগুড়া থেকে নাটোরগামী মালবোঝাই দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১১-৮৯৪০) নাটোরগামী মোটরসাইকেল কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন।
এদিকে, ঘটনার পর ঘাতক ট্রাককে স্থানীয় জনতা আটকাতে সক্ষম হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই হাচানাত আলী জানান, নিহত সাব্বির হোসেন একটি ৮০ সিসি ডায়াং মোটরসাইকেল করে তার কর্মস্থল কাথম কোয়ালিটি ফিডস কোম্পানিতে যাচ্ছিলেন। পথিমধ্যে গ্রীণ গার্ডেন রেস্টুরেন্টের সামনে একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা দিলে এতে মোটরসাইকেল আরোহী সাব্বির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক ও চালককে আটক করা হযেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটককৃত ট্রাক ও চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.