
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে ইন্নজ আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত হওয়া ব্যক্তি পেশায় কৃষক ছিলেন। আজ ২২ ই মার্চ সকাল ৭ টার দিকে উপজেলার বড়খাপন ইউনিয়নের মহিষাশুরা হাওরে ফসলি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্নজ আলী বড়খাপন ইউনিয়নের গয়পুর গ্রামে মৃত তাজউদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে প্রতিদিনের মতো ইন্নজ আলী বাড়ির পেছনে মহিষাশুরা হাওরে ফসলি মাঠে তার নিজের ধানক্ষেত দেখতে যান। এ সময় হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতের কবলে পড়েন তিনি। পাশে থাকা কৃষকরা দেখতে পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইন্নজ আলীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.